পাঁচ কোটি টাকার চাঁদা না পেয়ে পল্লবীতে গুলি ও হামলা, গ্রেপ্তার তিন সন্ত্রাসী
রাজধানীর পল্লবীতে আবাসন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করতে ব্যর্থ হয়ে হামলা ও গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ


এবিএনএ: রাজধানীর পল্লবী এলাকায় আবাসন প্রতিষ্ঠানকে লক্ষ করে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে সংঘবদ্ধ সন্ত্রাসীরা হামলা ও গুলি চালিয়েছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের নাম—মামুন মোল্লা, মোহাম্মদ রায়হান ও নিলয় হোসেন বাপ্পী। শনিবার রাতে পল্লবী থানা পুলিশের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রতিষ্ঠানটির নাম এ কে বিল্ডার্স। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পল্লবীর আলাব্দিরটেক এলাকায় প্রতিষ্ঠানটিতে ৩০-৩৫ জনের একটি দল প্রবেশ করে হঠাৎই হামলা চালায়। তাদের মধ্যে কেউ চার রাউন্ড গুলি ছোড়ে। এ সময় শরিফুল ইসলাম নামে এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। শনিবার রাতে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।
পল্লবী থানার এসআই সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে উপস্থাপন করা হয়েছে এবং সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ, যাতে ঘটনার পেছনের মূল পরিকল্পনাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করা যায়।
পুলিশ বলছে, এটি ছিল পূর্বপরিকল্পিত হামলা। চাঁদা আদায় করতে ব্যর্থ হয়েই এমন সহিংস কর্মকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও অভিযুক্তদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।