এবিএনএ: বাংলাদেশ সফর শেষে এবার ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা দিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তারা খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। সফরের জন্য ঘোষিত স্কোয়াডে এসেছে বড় কিছু পরিবর্তন, বিশেষ করে টি-টোয়েন্টি দলে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে রাখা হয়নি, যা অনেককে অবাক করেছে।
অপরদিকে, পাকিস্তানের পেস তারকা শাহীন শাহ আফ্রিদি ফিরেছেন টি-টোয়েন্টি দলে। দীর্ঘ সময় পর বল হাতে ফেরার অপেক্ষায় থাকা শাহীন এই ফরম্যাটে নিজের জায়গা ফিরে পেয়েছেন।
ওয়ানডে স্কোয়াডে আছেন ২২ বছর বয়সী তরুণ ব্যাটার হাসান নওয়াজ, যিনি সম্প্রতি বাংলাদেশ সফরে নজরকাড়া পারফরম্যান্সে সকলের দৃষ্টি কেড়েছেন। তার দ্রুততম সেঞ্চুরির ঝলক এবার ওয়ানডেতে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
সফল টি-টোয়েন্টি সিরিজের পরও ঘরের মাঠে খেলা হাসান আলী বাংলাদেশ সিরিজে ছিলেন না। তবে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই ফরম্যাটেই রয়েছেন তিনি। বাদ পড়েছেন সালমান মির্জা ও আব্বাস আফ্রিদি।
এছাড়া মোহাম্মদ নওয়াজ ও হুসেইন তালাত ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই নিজের অবস্থান ধরে রেখেছেন।
এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের ওয়ানডে দলের দায়িত্ব নিচ্ছেন সাদা বলের প্রধান কোচ মাইক হেসন। তার অধীনে রিজওয়ান ও বাবর আজম ওয়ানডেতে মাঠে নামবেন। পেস বোলিং বিভাগে নেতৃত্ব দেবেন শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ।
টি-টোয়েন্টি সিরিজের সূচি:
শুরু হবে ৩১ জুলাই যুক্তরাষ্ট্রের লডারহিলে। বাকি দুটি ম্যাচ হবে ২ ও ৩ আগস্ট।
ওয়ানডে সিরিজ:
৮, ১০ ও ১২ আগস্ট অনুষ্ঠিত হবে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে, ত্রিনিদাদে।
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
পাকিস্তানের এই সফরে অভিজ্ঞ ও নতুনদের মিশেলে দল সাজানো হয়েছে। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন পরিকল্পনার ইঙ্গিত মিলেছে স্কোয়াডে বাবর ও রিজওয়ানকে না রাখার মাধ্যমে। এখন দেখার বিষয়, দল কেমন পারফর্ম করে এই চমকজাগানো কম্বিনেশন নিয়ে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.