আন্তর্জাতিক

জম্মুতে রাতভর বিস্ফোরণ ও ব্ল্যাকআউট: পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় তোলপাড় ভারত

এবিএনএ:  ভারতের নিয়ন্ত্রিত জম্মু অঞ্চলে পরপর বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতভর সাইরেন বাজানো মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় একপ্রকার ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, পাকিস্তান হামলার পেছনে থাকতে পারে।

এনডিটিভি সহ একাধিক ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তান এবার সরাসরি জম্মুতে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। হামলার সময় শহরের আকাশজুড়ে আলোর ঝলকানি দেখা গেছে, যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা নির্দেশ করে। স্থানীয় বাসিন্দারা তাদের মোবাইলে ধারণ করা ভিডিওতে বিস্ফোরণের সেই দৃশ্য তুলে ধরেছেন।

একইসঙ্গে ভারতের কুপওয়ারা, পাঠানকোট পাঞ্জাব সীমান্তবর্তী গুরুদাসপুর শহরেও সতর্কতা জারি করা হয়েছে এবং কিছু এলাকায় ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে বলে জানা যায়।

আখনুর সাম্বা অঞ্চলেও রকেট হামলার আশঙ্কায় সাইরেন বাজানো হচ্ছে। ভারতীয় বাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি প্রস্তুতি।

এদিকে, ওপার বাংলার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান হয়তো প্রত্যাঘাত শুরু করেছে। যদিও এখন পর্যন্ত পাকিস্তান সরকারিভাবে এই অভিযোগ অস্বীকার বা স্বীকার করেনি।

এই হামলার পেছনে প্রকৃত দায়ী কে, তা নিয়ে এখনো দ্বিধা থাকলেও সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে সতর্কতা সামরিক প্রস্তুতি।

Share this content:

Back to top button