খেলাধুলা

বুটজোড়া তুলে রাখার পর কী করবেন মেসি? কোচিং নয়, ফুটবল ক্লাবের মালিক হওয়ার স্বপ্ন এল এম টেনের

ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন লিওনেল মেসি; কোচ নয়, মালিক হিসেবেই ফুটবলে থাকতে চান।

এবিএনএ: ফুটবল ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। মাঠ ছাড়ার পর তাকে কোচের ভূমিকায় দেখার আশা করলেও আর্জেন্টাইন মহাতারকা জানিয়ে দিলেন ভিন্ন এক পরিকল্পনার কথা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা বলেন, কোচিং পেশায় নিজেকে কখনোই কল্পনা করতে পারেন না। বরং অবসরের পর ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে চান একেবারে অন্য ভূমিকায়—একজন ক্লাব মালিক হিসেবে।

মেসির ভাষায়, ম্যানেজার হওয়ার চিন্তাটি আকর্ষণীয় হলেও ক্লাবের মালিকানা তার কাছে বেশি স্বাচ্ছন্দ্যের। তিনি জানান, ভবিষ্যতে নিজের একটি ফুটবল ক্লাব কিনে সেটিকে একেবারে নিচের সারি থেকে ধাপে ধাপে শীর্ষে তুলে আনাই তার স্বপ্ন।

নিজের কল্পনার ক্লাব সম্পর্কে এল এম টেন বলেন, সেখানে তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের বিকাশের সুযোগ তৈরি করতে চান তিনি। অবসরের পর ফুটবলের সঙ্গে তার সম্পর্ক এমনভাবেই বজায় রাখতে চান বিশ্বজয়ী এই তারকা।

তবে এখনই যে বিদায়ের ঘণ্টা বাজছে না, সেটিও স্পষ্ট করেছেন মেসি। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত গোল আর নৈপুণ্যে ভক্তদের মাতিয়ে যাবেন লিওনেল মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button