কাশিমপুর থেকে মুক্তি পেয়ে ফেসবুকে আবেগঘন বার্তা দিলেন নুসরাত ফারিয়া
জামিনে মুক্তির এক ঘণ্টার মধ্যেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে কৃতজ্ঞতা ও অনুভূতি জানালেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

এবিএনএ: চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পাওয়ার পর নিজের ফেসবুক পেইজে একটি আবেগঘন বার্তা দিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পরপরই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকায় রওনা দেন।
জামিনের এক ঘণ্টা পর, তার ফেসবুক পেইজের পক্ষ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বলা হয়, “গত দুই দিন আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলাম। কিন্তু যাঁরা এই দুঃসময়ে আমার পাশে ছিলেন, তাঁদের প্রতি আমি অন্তর থেকে কৃতজ্ঞ।”
পোস্টটিতে আরও লেখা হয়, “আমার সহকর্মী, বিনোদন অঙ্গনের মানুষজন, এমনকি সাধারণ জনগণ—যাঁরা আমার পক্ষে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন—আপনাদের ভালোবাসা কখনো ভুলব না। আপনাদের এই সাহস ও সমর্থন ছাড়া হয়তো এত দ্রুত আবার আপনাদের মাঝে ফিরতে পারতাম না।”
সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফারিয়ার বার্তায় বলা হয়, “গণমাধ্যমের এই সহযোগিতা আমার জন্য খুব প্রয়োজন ছিল। আপনারা আমার পাশে থেকেছেন, এটি আমি চিরকাল মনে রাখব।”
উল্লেখ্য, গত ১৮ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। জামিনে মুক্তির মাধ্যমে অবশেষে তিনি ফিরলেন স্বাভাবিক জীবনে।