অর্থ বাণিজ্য

সংস্কারবিরোধী অবস্থানের জের? এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠাল সরকার

‘জনস্বার্থে’ ২৫ বছর পূর্ণ হওয়া চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করল অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

এবিএনএ:  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন সদস্য ও একজন কর কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—এনবিআর সদস্য আলমগীর হোসেন, হোসেন আহমদ, আবদুর রউফ এবং বরিশাল কর অঞ্চলের কমিশনারের দায়িত্বে থাকা মো. শব্বির আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় “জনস্বার্থে” তারা অবসরপ্রাপ্ত হচ্ছেন। তাদের সবার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং তারা বিধি অনুযায়ী সমস্ত অবসর সুবিধা পাবেন।

যদিও প্রজ্ঞাপনগুলোতে অবসরের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে সংশ্লিষ্ট মহলের ধারণা—এনবিআর-এর দীর্ঘদিনের সংস্কারবিরোধী মনোভাবই হয়তো সরকারের এ সিদ্ধান্তের পেছনের কারণ।

এছাড়া গতকাল (মঙ্গলবার) চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে জাতীয় রাজস্ব বোর্ডে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এনবিআরের অভ্যন্তরে চলমান অস্থিরতা ও প্রশাসনিক পরিবর্তনের এ ধারাকে ভবিষ্যৎ সংস্কারের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে কর কাঠামো সংস্কারে সরকারের সক্রিয় উদ্যোগের প্রেক্ষাপটে এ ধরনের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button