তরুণদের সচেতনতার ডাক: পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফেরার পথে নয় বাংলাদেশ – পররাষ্ট্র উপদেষ্টা
বেঙ্গল ডেল্টা কনফারেন্সে মো. তৌহিদ হোসেনের বার্তা, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ এগোচ্ছে নতুন রাজনৈতিক সংস্কৃতির পথে


এবিএনএ: “আমরা আর পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না।” — এমন দৃঢ় বক্তব্য দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের তরুণ প্রজন্ম এই বিষয়টিকে রাজনৈতিকভাবে উপলব্ধি করবে এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন রাজনৈতিক সংস্কৃতিকে এগিয়ে নেবে।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী অধ্যাপক মাজলি বিন মালিক মন্তব্য করেন, গণঅভ্যুত্থানের ফলে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “সরকার এখন সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে সংলাপ করছে—এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।”
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার-এর প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ ভারদারাজান বলেন, বাংলাদেশ তার ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে নতুন করে ভাবছে এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
নেপালের সাবেক মন্ত্রী ড. দীপক গাওয়ালি জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বুনছে, তাদের অবশ্যই বৈশ্বিক জলবায়ু সংকটকে গুরুত্ব সহকারে নিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।