নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি
রাজনৈতিক সংকট কাটাতে প্রেসিডেন্ট, সেনাপ্রধান ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন সুশীলা কার্কি।


এবিএনএ: নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, আন্দোলনরত জেন-জি প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেলের দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্তে উপনীত হন সবাই। আলোচনার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কার্কির নাম চূড়ান্ত করা হয়।
দেশটির সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি অস্থায়ী সরকারের নেতৃত্ব দেবেন। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় শপথ গ্রহণের মধ্য দিয়ে তার দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নেপালের ইতিহাসে গুরুত্বপূর্ণ এ মুহূর্তে একজন সাবেক প্রধান বিচারপতিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করা রাজনৈতিক সংকট নিরসনে বড় ভূমিকা রাখতে পারে।