জাতীয়

এনবিআর বিলুপ্ত, দুটি নতুন বিভাগ গঠনের অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন

রাজস্ব কাঠামোতে বড় পরিবর্তন, উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন অধ্যাদেশ পাস

এবিএনএ:  বাংলাদেশের রাজস্ব কাঠামোয় বড় পরিবর্তন আসছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ জন্য আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৩৯তম বৈঠকে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।

এ পরিবর্তনের মাধ্যমে দেশের রাজস্ব ব্যবস্থাপনা আরও কার্যকর ও সময়োপযোগী হবে বলে আশা করছে সরকার। দীর্ঘদিন ধরে আলোচিত এই কাঠামোগত সংস্কার বাস্তবায়নে নতুন অধ্যাদেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

একই বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়াও অনুমোদন করা হয়। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এছাড়া, বৈঠকে সংস্কার কমিশনের দেওয়া সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও উপদেষ্টা পরিষদকে অবহিত করা হয়।

সরকারি নীতিনির্ধারকদের মতে, এনবিআর বিলুপ্তির পর দুটি পৃথক বিভাগ গঠনের ফলে রাজস্ব আদায়, নীতি প্রণয়ন এবং ব্যবস্থাপনায় সমন্বয় আরও জোরদার হবে এবং প্রশাসনিক জটিলতা কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button