
এবিএনএ: জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হলো কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে কমিশনের বর্তমান কার্যক্রম ও রাজনৈতিক সংলাপের প্রথম ধাপের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে দ্রুততার সঙ্গে পরবর্তী ধাপের সংলাপ পরিকল্পনা চূড়ান্ত করার ওপর জোর দেন ড. ইউনূস। তিনি জানান, প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে, যা একটি আশাব্যঞ্জক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
এছাড়াও বৈঠকে অংশ নেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা, যার মধ্যে ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ, গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সকল রাজনৈতিক পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করে আগামীদিনের আলোচনাগুলোকে সফল করার জন্য একটি সময়োপযোগী রোডম্যাপ তৈরি করা হচ্ছে।
Share this content: