৯ কোটির চুক্তি বাতিল, তবু এক টাকাও নয়! মুস্তাফিজ ইস্যুতে আইপিএলের ব্যাখ্যা কী?
কোনো ম্যাচ না খেলেই কেকেআর ছাড়তে হয়েছে মুস্তাফিজুর রহমানকে, অথচ কেন তিনি ক্ষতিপূরণ পাচ্ছেন না—জানাল আইপিএল কর্তৃপক্ষ।


এবিএনএ: আইপিএল নিলামে বড় অঙ্কে দল পাওয়ার পরও এক ম্যাচ না খেলেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ছাড়তে হয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। বিসিসিআইয়ের নির্দেশে চুক্তি বাতিল হলেও আলোচনার কেন্দ্রে রয়েছে—এত বড় অঙ্কের চুক্তি থাকা সত্ত্বেও তিনি কেন কোনো ক্ষতিপূরণ পাচ্ছেন না।
নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। তবে টুর্নামেন্ট শুরুর আগেই তাকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি আরও বিস্ময়কর কারণ, তার বিরুদ্ধে কোনো শৃঙ্খলাভঙ্গ, ইনজুরি কিংবা পারফরম্যান্স-সংক্রান্ত অভিযোগ ছিল না।
আইপিএল সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, এই ঘটনার মূল কারণ আইপিএলের বিমা কাঠামো। প্রতিটি খেলোয়াড়ের চুক্তি বিমাকৃত হলেও বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সেই সুবিধা প্রযোজ্য হয় নির্দিষ্ট শর্তে। সাধারণত টুর্নামেন্ট চলাকালে বা ক্যাম্পে যোগ দেওয়ার পর ইনজুরিতে পড়লে বিমা থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ পাওয়া যায়।
কিন্তু মুস্তাফিজের চুক্তি বাতিল হয়েছে টুর্নামেন্ট শুরুর আগেই এবং সেটিও রাজনৈতিক প্রেক্ষাপটে। ফলে এটি কোনো ইনজুরি বা ক্রিকেট-সংক্রান্ত কারণে নয়। এ কারণেই বিমা কোম্পানি কিংবা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে অর্থ পরিশোধের কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হয়নি।
আইনগতভাবে কেকেআর বা বিসিসিআইয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলেও সেটি সহজ নয়। আইপিএল ভারতীয় আইনের অধীনে পরিচালিত হওয়ায় এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের কথা বিবেচনায় রেখে অধিকাংশ বিদেশি ক্রিকেটারই কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে যাওয়ার ঝুঁকি নেন না।
সব মিলিয়ে, আইপিএলের বিমা নীতির জটিল কাঠামোর কারণেই বড় অঙ্কের চুক্তি থাকা সত্ত্বেও ক্ষতিপূরণবঞ্চিত হচ্ছেন মুস্তাফিজুর রহমান—এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।




