“মুক্তিযোদ্ধা হয়েও সদস্যপদ বঞ্চিত!”—বিএনপি ঘরানার মুক্তিযোদ্ধাদের অভিযোগ বৈষম্যের
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দাবি—আওয়ামীপন্থীদের দিয়ে গঠিত হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদের কমিটি, বঞ্চিত হচ্ছে রাজনৈতিক ভিন্নমতের যোদ্ধারা


এবিএনএ: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কমিটিতে আওয়ামী লীগপন্থীদের একচেটিয়া উপস্থিতি এবং বিএনপিপন্থী মুক্তিযোদ্ধাদের প্রতি অবিচার ও বৈষম্য করা হচ্ছে—এমন অভিযোগ এনেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত বলেন, “বর্তমানে মুক্তিযোদ্ধা সংসদের কমিটি প্রায় সম্পূর্ণভাবে ক্ষমতাসীন দলের অনুসারীদের দিয়ে গঠিত। শেখ হাসিনার শাসনামলে মুক্তিযোদ্ধা সংসদ যেমন ভুয়া মুক্তিযোদ্ধাদের দখলে গিয়েছিল, তেমনই এখনো কিছু বিতর্কিত ব্যক্তির কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারা বৈষম্যের শিকার হচ্ছেন।”
তিনি বলেন, “সংবিধান বা কোনো আইনেই বলা হয়নি বিএনপি করা কোনো মুক্তিযোদ্ধা সংসদের সদস্য হতে পারবে না। অথচ বর্তমান কমিটি গঠনের প্রক্রিয়ায় রাজনৈতিক পক্ষপাতিত্ব স্পষ্ট। মুক্তিযোদ্ধা হলেও, শুধুমাত্র বিএনপি করা মানেই সদস্যপদ থেকে বঞ্চিত হওয়া—এটি গভীর অন্যায়।”
সংবাদ সম্মেলনে ইসতিয়াক আরও বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এই জাতিকে আত্মনির্ভরতার পথ দেখিয়েছিলেন। তার দল গঠন ও নেতৃত্বে জাতি রাজনৈতিক স্বাধীনতা পেয়েছে। অথচ এখন তার দলের মুক্তিযোদ্ধারা অবহেলিত হচ্ছে। এটি জাতির জন্য লজ্জাজনক।”
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নজরুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার শহীদ বাবলু, মো. মোবারক, শরীফ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার।
তারা জানান, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে মুক্তিযোদ্ধাদের বাছাই ও কমিটি গঠনের ক্ষেত্রে নিরপেক্ষতা থাকছে না, যা মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মান করে। সংগঠনের পক্ষ থেকে এই বৈষম্যের অবসান দাবি করে দ্রুত একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার আহ্বান জানানো হয়।