

এবিএনএ: ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তার আগমন ঘটে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
রোমের বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক। সফরের অংশ হিসেবে অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।
বৈঠকগুলোয় টেকসই উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, খাদ্য নিরাপত্তা, এবং বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এই ওয়ার্ল্ড ফুড ফোরাম বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। তারা একত্রিত হয়ে ভবিষ্যতের খাদ্য ব্যবস্থা ও জলবায়ু সহনশীল কৃষি নিয়ে মতবিনিময় করবেন। এ বছর ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এফএও সদর দপ্তরে এই ফোরাম অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, অধ্যাপক ইউনূসের এ সফর আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কূটনৈতিক ও মানবিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। তার দেশে ফেরার কথা রয়েছে আগামী ১৫ অক্টোবর।




