বাগেরহাটে মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: পথচারী ও চালক নিহত, আহত ১
মোল্লাহাটে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারী ও চালকের, আহত হয়েছেন আরও একজন আরোহী


এবিএনএ: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বাগেরহাট-ঢাকা মহাসড়কে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার চাঁদেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পথচারী রাজেশ্বর বৈদ্য (৬৫) মোল্লাহাট উপজেলার আগাকেন্দুয়া গ্রামের বাসিন্দা এবং মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম (৩০) বরগুনার বামনা উপজেলার সদিপুর গ্রামের বাসিন্দা। আহত মাহবুব হোসেন (২৮) চুয়াডাঙ্গার বাসিন্দা এবং বর্তমানে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনার বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান জানান, সোমবার দুপুরে রাজেশ্বর বৈদ্য মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে খুলনাগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ফলে পথচারীসহ মোটরসাইকেলের চালক ও আরোহী সড়কে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজেশ্বর বৈদ্য ও সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত মাহবুব হোসেন এখনও চিকিৎসাধীন।
সড়কে বেপরোয়া গতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত গতির যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এই দুর্ঘটনায় আবারও সামনে এলো মহাসড়কে পথচারীদের নিরাপত্তাহীনতা ও ট্রাফিক ব্যবস্থার ঘাটতির চিত্র।