আমেরিকা

মধ্যবর্তী নির্বাচনে হার মানলেই বিপদ? অভিশংসনের আশঙ্কায় রিপাবলিকানদের কড়া বার্তা ট্রাম্পের

২০২৬ সালের মিডটার্ম নির্বাচনে জয়ের বিকল্প নেই—পরাজয় মানেই ডেমোক্র্যাটদের অভিশংসন উদ্যোগ, সতর্ক করলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এবিএনএ: মার্কিন রাজনীতিতে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে উদ্বেগের সুর শোনা গেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ২০২৬ সালের মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানরা জয়ী না হলে ডেমোক্র্যাটরা তাকে অভিশংসনের পথে হাঁটতে পারে।

মঙ্গলবার ওয়াশিংটনে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে ট্রাম্প বলেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে জয় নিশ্চিত করতেই হবে। তার ভাষায়, পরাজয় মানেই ডেমোক্র্যাটদের হাতে তাকে চাপে ফেলার সুযোগ তৈরি হওয়া।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্বাচনে ফলাফল প্রতিকূল হলে ট্রাম্পের নীতিগত পরিকল্পনা বাস্তবায়নে বড় বাধা তৈরি হতে পারে। এমনকি কংগ্রেসে একাধিক তদন্তের মুখেও পড়তে পারেন তিনি। সে কারণেই নির্বাচনের আগে দলের ভেতরে ঐক্য জোরদারে জোর দিচ্ছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট রিপাবলিকানদের উদ্দেশে বলেন, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি ও সিনেটে ৩৩টি আসন ধরে রাখা দলের জন্য অত্যন্ত জরুরি। যদিও তিনি নিজে দলের জয়ের বিষয়ে আশাবাদী। ট্রাম্পের দাবি, এবারের মধ্যবর্তী নির্বাচন হবে ঐতিহাসিক, যেখানে রিপাবলিকানরা নতুন রেকর্ড গড়বে।

তবে সম্মেলনের দীর্ঘ বক্তব্যে জীবনযাত্রার ব্যয় বা মূল্যস্ফীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তেমন গুরুত্ব পায়নি। বরং ট্রাম্প এসব সমস্যার দায় ডেমোক্র্যাটদের ওপর চাপান। বক্তব্যে তিনি বিভিন্ন বিতর্কিত ও বাস্তবতাবিবর্জিত মন্তব্যও করেন, যা নিয়ে ইতোমধ্যেই সমালোচনা শুরু হয়েছে।

এর আগে ক্ষমতায় থাকাকালীন দুই দফা অভিশংসনের মুখোমুখি হওয়া ট্রাম্প এবারও সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। কংগ্রেসে রিপাবলিকানদের ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতার কারণে নিজের নির্বাহী ক্ষমতা বাড়ানোর দিকেও মনোযোগ দিচ্ছেন তিনি। তবে দলের ভেতরেই এ নিয়ে অসন্তোষ বাড়ছে, যা আসন্ন ভোটাভুটিতে স্পষ্ট হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button