মহারাজের ঘূর্ণি জাদুতে অস্ট্রেলিয়ার লজ্জাজনক হার
কেশব মহারাজের বিধ্বংসী বোলিংয়ে ৯৮ রানের ব্যবধানে গুঁড়িয়ে গেল স্বাগতিক অজিরা


এবিএনএ: অস্ট্রেলিয়ার মাটিতে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারল না স্বাগতিকরা। কেশব মহারাজের ঘূর্ণি জাদুতে অজিরা গুঁড়িয়ে গেল ১৯৮ রানে। ফলে প্রোটিয়ারা ম্যাচ জিতল বিশাল ৯৮ রানের ব্যবধানে।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে তোলে ৯২ রান। রায়ান রিকেলটন ৩৩ রানে ফিরলেও অন্য ওপেনার এইডেন মার্করাম খেলেন ঝলমলে ইনিংস, মাত্র ৮১ বলে করেন ৮২ রান। অধিনায়ক টেম্বা বাভুমা ৭৪ বলে ৬৫ এবং ব্রিটজ ৫৭ রান যোগ করেন দারুণভাবে। ওয়ান মুলদার অপরাজিত থাকেন ২৬ বলে ৩১ রান করে। শেষ পর্যন্ত ৫০ ওভারে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ২৯৬/৮।
জবাবে অজিদের শুরুটা ছিল উজ্জ্বল। উদ্বোধনী জুটিতে আসে ৬০ রান। কিন্তু এর পরেই ম্যাচ ঘুরিয়ে দেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। মাত্র ৩৩ রান খরচায় তিনি একে একে ফিরিয়ে দেন মার্নাস লাবুশানে (১), ক্যামেরুন গ্রিন (৩), জস ইংলিশ (৫), অ্যালেক্স কেরি (০) ও অ্যারন হার্ডিকে (৪)।
অধিনায়ক মিচেল মার্শ একাই লড়াই করেন। ৯৬ বলে তার ৮৮ রানের ইনিংস কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু তিনিও ফেরার পর ভেঙে পড়ে অজিদের ব্যাটিং লাইনআপ। বেন ডারসুইস করেন ৩৩ রান। ৪০.৫ ওভারে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
মহারাজ নেন ৫ উইকেট মাত্র ৩৩ রান খরচায়। এছাড়া পেসার নান্দ্রি বার্গার ও লুঙ্গি এনগিডি নেন দুটি করে উইকেট। এই জয়ে সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা।