জাতীয়

ফেসবুক পোস্টে সমালোচনার জেরে বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি

প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য, সরকারি চাকরি থেকে বরখাস্ত হলেন সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট

এবিএনএ:  ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করায় লালমনিরহাটের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মিকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর অধীনে ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৬ অক্টোবর তাবাসসুম ঊর্মি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে সরকারের প্রধান উপদেষ্টার মন্তব্য নিয়ে বিতর্কিত প্রতিক্রিয়া জানান, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে ওএসডি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বরখাস্তের পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং কারণ দর্শানোর নির্দেশনা জারি করা হয়েছিল। জবাব দেওয়ার সময় তিনি ব্যক্তিগত শুনানিতে নিরাপত্তা জনিত কারণে উপস্থিত হতে অপারগতা জানান। তবে তাঁর দেওয়া লিখিত ব্যাখ্যাকে অগ্রহণযোগ্য বলে গণ্য করে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

তদন্ত শেষে জমা দেওয়া প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে আনীত অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়। পরবর্তীতে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ গ্রহণের পর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।

এই ঘটনাটি সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার প্রয়োজনীয়তা আবারও সামনে নিয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে, জনপ্রশাসনের শৃঙ্খলা রক্ষায় সামাজিক মাধ্যমে ব্যক্তিগত মতামত প্রকাশেও নৈতিকতা ও দায়িত্ববোধের পরিচয় দেওয়া আবশ্যক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button