খেলাধুলা

সিরাজের লড়াই ব্যর্থ, নাটকীয় ম্যাচে লর্ডসে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

শেষ উইকেট জুটিতে সিরাজের প্রতিরোধে জয়ের আশা জাগিয়েও ব্যর্থ ভারত, লর্ডসে ২২ রানে এগিয়ে সিরিজে ইংল্যান্ড

এবিএনএ: লর্ডস টেস্টে একসময় নিশ্চিত পরাজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা ভারতীয় দল শেষ উইকেট পর্যন্ত লড়াই করেও পারলো না ম্যাচ বাঁচাতে। রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ সিরাজের দৃঢ় প্রতিরোধ ভেঙে ২২ রানের জয় তুলে নিল ইংল্যান্ড। এর ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

ইংল্যান্ড প্রথম ইনিংসে জো রুটের অনবদ্য ১০৪ রানের সেঞ্চুরি ও ব্রাইডন কার্সের ৫৬ রানের ইনিংসে ভর করে ৩৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। ভারতের হয়ে কেএল রাহুল একই সংখ্যক রান করে সেঞ্চুরি তুলেন। রবীন্দ্র জাদেজা ও ঋষভ পান্তের দৃঢ় ব্যাটিংয়ে ভারতও করে সমান ৩৮৭ রান। এটি টেস্ট ক্রিকেট ইতিহাসে বিরল একটি রেকর্ড, যেখানে উভয় দল প্রথম ইনিংসে ঠিক সমান রান করে।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৯২ রানে অলআউট হয়ে পড়ে। সেখানে ওয়াশিংটন সুন্দর বল হাতে ৪টি উইকেট তুলে নেন। বুমরাহ ও সিরাজ দুটি করে উইকেট নেন।

১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটিং ধসে পড়ে শুরুতেই। ওপেনার জয়সোয়াল শূন্য রান করে ফেরেন, করুণ নায়ার ১৪, অধিনায়ক গিল করেন মাত্র ৬ রান। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একের পর এক ব্যাটার ফিরে গেলে হাল ধরেন জাদেজা। তাঁকে কিছুটা সঙ্গ দেন রেড্ডি ও বুমরাহ। শেষ ব্যাটার সিরাজ ৩০ বলে ৪ রান করেও হেরে যান দুর্ভাগ্যের কাছে—স্টাম্পে লেগে বেল পড়ে যায় তাঁর ব্যাটে ছোঁয়া বলে।

জাদেজা একা যুদ্ধ চালিয়ে যান। তিনি ১৮১ বল মোকাবিলা করে করেন ৬১ রান, মারেন চারটি চার ও একটি ছক্কা। তবে দলকে বাঁচাতে পারেননি।

ইংল্যান্ডের হয়ে আর্চার ও স্টোকস নেন ৩টি করে উইকেট। শোয়েব বশির নেন শেষ ও জয়সূচক উইকেটটি।

এই লর্ডস টেস্টটি শুধু স্কোরকার্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, তা হয়ে উঠেছে সাহস, শৃঙ্খলা ও প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত। সিরিজের পরবর্তী দুই টেস্টে ভারতের সামনে এখন ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button