খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত, আহত দুইজন হাসপাতালে
ডুমুরিয়ার জিলেরডাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলেই দুইজন নিহত, হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।


এবিএনএ: খুলনায় সড়ক দুর্ঘটনায় আবারও ঝরল প্রাণ। ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক সামনে থাকা ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হলে পথে আরও একজনের মৃত্যু হয়। আহত দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সড়ক দুর্ঘটনার এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় অতিরিক্ত গতির যানবাহনের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে।