বাংলাদেশ

খুলনা-৪ আসনে বিএনপির দুই গ্রুপের সংঘাতের আশঙ্কা, দিঘলিয়ায় ১৪৪ ধারা জারি

মনোনয়নপ্রত্যাশী দুই নেতার দ্বন্দ্বে উত্তেজনা; খেয়াঘাট বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

এবিএনএ:  খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। খুলনা-৪ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পূর্বঘোষিত কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।

একই সময় ও একই স্থানে উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু মোল্লার নেতৃত্বাধীন আরেকটি গ্রুপ প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘাত এড়াতে শুক্রবার বিকেলে দিঘলিয়ার পথের বাজার এলাকায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

অভিযোগ রয়েছে, পারভেজ মল্লিকের কর্মসূচি বানচাল করতে মিন্টু মোল্লার নির্দেশে দিঘলিয়ায় প্রবেশের সব খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয়। এতে জনদুর্ভোগ দেখা দেয়। তবে প্রশাসনের হস্তক্ষেপে সন্ধ্যার পর নৌ চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা আহ্বায়ক মিন্টু মোল্লা বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলালের ঘনিষ্ঠ সহযোগী। আসন্ন নির্বাচনে হেলাল ও পারভেজ দুজনেই খুলনা-৪ আসনে প্রার্থী হতে চান। এ কারণেই দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।

মিন্টু মোল্লা বলেন, “আমরা আগে থেকেই আবু হোসেন বাবুর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছিলাম। কিন্তু একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে একই স্থানে কর্মসূচি দিয়ে পরিস্থিতি জটিল করেছে।”

অন্যদিকে পারভেজ মল্লিক জানান, তার কর্মসূচি ছিল কেবল বিএনপির ৩১ দফা প্রচারের জন্য। কিন্তু পরিকল্পিতভাবে প্রতিবাদ সমাবেশ ঘোষণা করে তা বানচাল করার চেষ্টা করা হয়েছে। তিনি এটিকে দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য দুঃখজনক বলে অভিহিত করেন।

দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, “দুই পক্ষ একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় উত্তেজনা দেখা দেয়। শান্তি বজায় রাখতে আমরা ১৪৪ ধারা জারি করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button