আবহাওয়া ও যাতায়াতে বাধা: স্থগিত হলো বৃহস্পতিবারের কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা
১০ জুলাইয়ের সব ডিপ্লোমা, এইচএসসি (ভোকেশনাল) ও বিএম পরীক্ষা স্থগিত করেছে কারিগরি শিক্ষা বোর্ড, নতুন তারিখ জানানো হবে পরবর্তী বিজ্ঞপ্তিতে


এবিএনএ: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২৫ সালের ১০ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। বুধবার বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) এবং এইচএসসি বিএম কোর্সের আগামী বৃহস্পতিবারের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে অন্য দিনগুলোর পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি চলবে।
পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, অসাধারণ আবহাওয়া ও যাতায়াতে বাধা সৃষ্টি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বোর্ডের কারিকুলাম পরিচালক প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর বলেন, “এই সিদ্ধান্ত শুধুমাত্র ১০ জুলাইয়ের পরীক্ষার জন্য প্রযোজ্য। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি বোর্ডের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ও মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষাও একই কারণে স্থগিত করা হয়েছে।