বিনোদন

একসাথে ডিনারে জাস্টিন ট্রুডো ও কেটি পেরি, প্রেমের গুঞ্জনে হিল্লোল বিশ্বজুড়ে!

মন্ট্রিয়লে ঘনিষ্ঠভাবে দেখা গেল কেটি পেরি ও ট্রুডোকে, পুরোনো প্রেমের গুঞ্জন আরও উসকে দিল নতুন সাক্ষাৎ

এবিএনএ: একজন ছিলেন কানাডার ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী, অন্যজন হলেন বিশ্বসেরা পপ তারকাদের একজন। জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নাম একসঙ্গে উচ্চারিত হলে বিস্ময়ের কিছু নেই, তবে এবার মন্ট্রিয়লের একটি অভিজাত রেস্তোরাঁয় তাঁদের একান্ত সময় কাটানোর ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার সন্ধ্যায় মন্ট্রিয়লের এক বিলাসবহুল খাবার জায়গায় জাস্টিন ট্রুডো ও কেটি পেরিকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পেরি বেশ ঘনিষ্ঠভাবে ট্রুডোর সঙ্গে কথা বলছেন এবং তাঁর দিকে ঝুঁকে মনোযোগ সহকারে কথোপকথন করছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়েই শুরু হয়েছে আলোচনা। অনেকেই ধারণা করছেন, আগে থেকেই চলা প্রেমের গুঞ্জনে এবার যেন প্রকাশ্য সাক্ষাৎ নতুন মাত্রা যোগ করল। তবে এখনও পর্যন্ত পেরির মুখপাত্র কিংবা ট্রুডোর দিক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

উল্লেখ্য, গত জুনেই কেটি পেরি ও অভিনেতা অরল্যান্ডো ব্লুমের দীর্ঘ সম্পর্কের ইতি ঘটে। তাঁদের প্রতিনিধি জানিয়েছিলেন, এই বিচ্ছেদ হঠাৎ নয় বরং দীর্ঘ আলোচনা ও বোঝাপড়ার ফল। তাঁদের চার বছর ছয় মাস বয়সী কন্যা ডেইজি ডাভের প্রয়োজন ও ভালোমন্দকে প্রাধান্য দিয়েই তাঁরা একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে বিচ্ছেদ করেন।

অন্যদিকে, ২০২৩ সালের আগস্টে জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার তাঁদের ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের অবসান ঘটান। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ট্রুডো লেখেন, “দীর্ঘ আলাপচারিতার পর আমরা পারস্পরিক সম্মতির ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” এই দম্পতির তিনটি সন্তান রয়েছে—জেভিয়ার (১৭), এলা গ্রেস (১৬) ও হাদ্রিয়েন (১১)।

এখন প্রশ্ন উঠেছে—নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন কি ট্রুডো ও পেরি? নাকি এটি নিছক বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ? সময়ই হয়তো দেবে এই রহস্যের উত্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button