জেমসের কনসার্টে মানবিক বার্তা: বিমান দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের পাশে নগরবাউল
উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তায় জেমসের ‘লাইভ ইন ফিলাডেলফিয়া’ কনসার্টের আয় ব্যবহার করা হবে


এবিএনএ: বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস তার সঙ্গীত দিয়ে যেমন হৃদয় জয় করেছেন, এবার মানবিক উদ্যোগের মাধ্যমে মুগ্ধ করছেন ভক্তদের। বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা এই শিল্পী ২৫ জুলাই ফিলাডেলফিয়া শহরে অংশ নিচ্ছেন ‘নগরবাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ শীর্ষক এক বিশেষ কনসার্টে।
এই আয়োজনের পেছনে আছে একটি মহান উদ্দেশ্য। কনসার্টের আয়োজক রিভারাইন এন্টারটেইনমেন্ট জানিয়েছে, এই কনসার্ট থেকে সংগৃহীত আয়ের একটি উল্লেখযোগ্য অংশ ব্যবহার করা হবে সম্প্রতি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তায়।
এক ফেসবুক পোস্টে আয়োজকরা লিখেছেন, “ঢাকায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই দুঃসময়ে আমরা বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাই। তাই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ সরাসরি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রদান করা হবে।”
এই দুর্ঘটনার ঘটনায় নগরবাউল জেমস ও তার টিমও প্রকাশ করেছে গভীর শোক। জেমসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক শোকবার্তায় তিনি জানান, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত। যেসব কোমলমতি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে বা আহত হয়েছে, তাদের প্রতি আমাদের অকুণ্ঠ সহানুভূতি ও ভালোবাসা। তাদের পরিবারের পাশে আমরা আছি।”
জেমস আরও বলেন, “ঘটনাস্থলে সাহসিকতার সঙ্গে কাজ করা বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিহতদের জন্য দোয়া করি, আর আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
মানবিক দৃষ্টান্ত স্থাপন করেই জেমস প্রমাণ করলেন, একজন শিল্পী কেবল মঞ্চেই নয়, সমাজের দুঃসময়ে পাশে দাঁড়িয়েও মানুষের হৃদয় জয় করতে পারেন।