সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করল জামায়াত, প্রধান উপদেষ্টাকে জানাল নানা প্রস্তাব
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের নেতারা বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়


এবিএনএ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে। প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার প্রক্রিয়া এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, “আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, বর্তমান পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থেকেই যায়। আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টির বিরুদ্ধেও একই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।”
তিনি আরও জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে আশ্বাস দিয়েছেন—সংস্কার বাস্তবায়ন, বিচার প্রক্রিয়া দৃশ্যমান করা এবং বিশ্বমানের উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি।
ঐকমত্য কমিশন প্রসঙ্গে তাহের বলেন, “এক বছরেরও বেশি সময় ধরে কমিশনে আলোচনা চলছে। অনেক বিষয়ে একমত হলেও কিছু বড় ইস্যুতে মতবিরোধ রয়ে গেছে। তবে বেশিরভাগ সিদ্ধান্তে দুই-তৃতীয়াংশ সমর্থন ছিল।”
তিনি অভিযোগ করেন, “কিছু দল সংস্কার বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। তারা বলছে সংস্কার করবে নির্বাচিত সরকার। কিন্তু যদি সেটাই হয় তবে এত সময় অপচয় কেন হলো?”
এছাড়া জুলাইয়ের ঘোষণাকে ঘিরে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাহের বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন অবাধ হবে। আমরা তার বক্তব্যের সঙ্গে একমত হলেও বাস্তবায়ন নিয়ে সন্দেহ রয়েছে।”
প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতি নিয়ে জামায়াতের দাবি, সব স্তরে এই পদ্ধতি চালু হওয়া প্রয়োজন। তাহের বলেন, “গত নির্বাচনে ভোট কারচুপির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন পদ্ধতি চাই। এ বিষয়ে ইসিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে হবে।”
বৈঠক শেষে জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, দ্রুত পদক্ষেপ না নিলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা কাটবে না।