বিনোদন

নায়ক-পরিচালক অবাক! নিজেরাই জানতেন না ‘জলরঙ’ সিনেমা মুক্তির খবর

ওটিটিতে মুক্তির পর এবার হলে আসছে 'জলরঙ', অথচ খবর জানেন না নায়ক সাইমন, নায়িকা উষ্ণ ও নির্মাতা রানা

এবিএনএ:  সরকারি অর্থে নির্মিত ‘জলরঙ’ সিনেমা এবার আসছে প্রেক্ষাগৃহে। তবে চমকপ্রদ বিষয় হলো, সিনেমার মুখ্য অভিনেতা সাইমন সাদিক, নায়িকা উষ্ণ হক ও পরিচালক কবিরুল ইসলাম রানা কেউই এই মুক্তির বিষয়ে কিছু জানেন না। প্রযোজকের পক্ষ থেকে বুধবার ট্রেলার প্রকাশ করে মুক্তির ঘোষণা দেওয়া হলেও মূল কলাকুশলীরা বিষয়টি জেনেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সাইমন সাদিক বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং প্রায় এক বছর ধরে প্রবাসেই আছেন। তিনি বলেন, “সিনেমা হল তো দূরের কথা, ছবির মুক্তির খবরটাও আমার জানা ছিল না।”

পরিচালক রানাও একই সুরে জানান, ছবির প্রেক্ষাগৃহে মুক্তির খবর তিনি ফেসবুকে দেখেছেন। তাঁর মতে, “প্রযোজকরা অনেক সময় সেন্সর পেলেই নিজেকে সবকিছুর কর্তৃপক্ষ মনে করেন। অথচ মুক্তির আগে পরিচালকের সঙ্গে পরামর্শ করাই উচিত।”

তাঁর আরও মত, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় সিনেমা মুক্তি দেওয়া যুক্তিযুক্ত নয় এবং প্রচারণা ছাড়া ছবির ব্যবসায়িক ক্ষতিও হতে পারে।

খবর রয়েছে, অনেক শিল্পী ও কলাকুশলীর পারিশ্রমিক এখনও বাকি। পরিচালক রানা আশাবাদ ব্যক্ত করেন, মুক্তির পর প্রযোজক এই বকেয়া মিটিয়ে দেবেন।

‘জলরঙ’ প্রথম মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে, তবে সেটি তেমন জনপ্রিয়তা পায়নি। নির্মাতা মনে করেন, সিনেমার বিস্তৃত দর্শকপ্রাপ্তির লক্ষ্যে এটি হলে মুক্তি পাচ্ছে, শুধুমাত্র নিয়ম রক্ষার্থে নয়।

ছবির প্রযোজক দেলোয়ার হোসেন দিলুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি এবং কোনো বার্তারও উত্তর দেননি।

২০২০-২১ অর্থবছরে সরকার থেকে ৬০ লাখ টাকা অনুদান পেয়েছিল ‘জলরঙ’। মানব পাচারের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায় ২০২৩ সালে। এরপর কোরবানির ঈদে প্রচারণা ছাড়াই এটি ওটিটিতে মুক্তি দেওয়া হয়।

সাইমনের বিপরীতে অভিনয় করেছেন উষ্ণ হক। এটি তাঁর বড় পর্দায় প্রথম কাজ হলেও এর আগে আরও দুটি সিনেমায় অভিনয় করেছিলেন, যেগুলো মুক্তি পায়নি। মজার বিষয় হলো, ‘জলরঙ’ দিয়েই অভিষেক হলেও তিনিও সিনেমার মুক্তির বিষয়ে কিছু জানেন না। বর্তমানে তিনি শোবিজ থেকে অনুপস্থিত, তাঁর বর্তমান অবস্থান সম্পর্কেও কেউ অবগত নন।

ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, জয়রাজ, এলিনা শাম্মি, খালেদা আক্তার কল্পনা ও রাশেদা চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button