কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল
দোহায় ইসরায়েলের বিমান হামলায় শীর্ষ হামাস নেতাদের ওপর ধ্বংসাত্মক আক্রমণ, বিস্ফোরণ ও ধোঁয়ার ছাপ দেখা গেছে


এবিএনএ: কাতারের রাজধানী দোহা-তে হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে এই হামলা চালানো হয়। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, হামলার আগে বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এতে সুনির্দিষ্ট অস্ত্রশস্ত্র ব্যবহার এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্যের সাহায্য নেওয়া হয়েছে। শিন বেট নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথ অভিযানে হামাসের ‘উচ্চপদস্থ নেতৃত্বকে’ লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হামাসের শীর্ষ নেতার বরাত দিয়ে জানিয়েছে, দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অবস্থানরত শীর্ষ হামাস নেতাদের ওপর হামলা চালানো হয়েছে।
দোহার শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারা জেলার উপরে ধোঁয়া উড়তে দেখা গেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। হামলার ফলে পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।