এবিএনএ: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেন অভিযোগ করেছেন, গেজেট প্রকাশের পরও তার শপথ গ্রহণ না করানো আদালতের রায়ের অবমাননার শামিল। শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ইশরাক বলেন, “২০২০ সালের নির্বাচনের পর নির্ধারিত সময়ের মধ্যেই মামলা করা হয়েছিল। কিন্তু তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলার অগ্রগতি থামিয়ে দিতে চেয়েছিলেন। তখন আদালত পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে ছিল। এরপর আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায়বিচার পেয়েছি। এখন যারা এই রায়ের সমালোচনা করছেন, তারা সরাসরি আদালতের অবমাননা করছেন।”
তিনি জানান, গেজেট প্রকাশের ২০ দিন পেরিয়ে গেলেও তাকে শপথ গ্রহণ করানো হয়নি, যা দুঃখজনক ও অযৌক্তিক। “আমরা শপথ নিতে প্রস্তুত। অথচ এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি,” বলেন ইশরাক।
চলমান রাজনৈতিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে কোনো আন্দোলনের ঘোষণা দিইনি এবং এতে কোনো সম্পৃক্ততাও নেই। তবে জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রতি আমি শ্রদ্ধাশীল। যাদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, তারা গণবিরোধী শক্তির সহচর।”
প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনে তাপসকে বিজয়ী ঘোষণা করলেও ২০২৪ সালের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করে। কিন্তু শপথ গ্রহণে এখনো অগ্রগতি নেই।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.