জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্ষোভে উত্তাল ইরান, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ২: ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ২৫ প্রদেশে
লর্ডেগানে সহিংসতায় অন্তত ৩০ জন আহত, টানা ১২ দিনের প্রতিবাদে চাপ বাড়ছে তেহরানের ওপর


এবিএনএ: জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে জনরোষে উত্তাল হয়ে উঠেছে ইরান। দেশের চাহারমাহাল ও বাখতিরি প্রদেশের লর্ডেগান শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আরও দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। স্থানীয় সময় বুধবার সংঘটিত এই সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ঘটনার দিন সকালে প্রায় তিন শতাধিক ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে শহরের প্রধান সড়কে জড়ো হন। বিক্ষোভকারীরা একটি গুরুত্বপূর্ণ সেতুর কাছে পৌঁছালে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে দুইজনের প্রাণহানি ঘটে। সহিংসতার সময় লর্ডেগানের গভর্নরের কার্যালয়সহ কয়েকটি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এএফপির তথ্য অনুযায়ী, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে টানা ১২ দিন ধরে ইরানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে। দেশের মোট ৩১ প্রদেশের মধ্যে অন্তত ২৫টিতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ একাধিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ইরানের সবচেয়ে ব্যাপক বিক্ষোভগুলোর একটি। এর আগে ২০২২-২৩ সালে পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে বড় আন্দোলন হয়েছিল। চলমান অর্থনৈতিক চাপ এবং গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর নতুন করে শুরু হওয়া এই বিক্ষোভ খামেনি প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।




