আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার সাগরে ভয়াবহ ফেরিডুবি, ৪৩ জন এখনও নিখোঁজ

বালি দ্বীপের পথে ফেরিডুবিতে এখনো নিখোঁজ ৪৩ জন যাত্রী, উদ্ধার হয়েছে ২০ জন, মৃত ২; উদ্ধার অভিযান চলছে

এবিএনএ: ইন্দোনেশিয়ার বালির উপকূলে ঘটে গেল ভয়াবহ এক নৌদুর্ঘটনা। বুধবার রাতে ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের একটি ফেরি পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে যাত্রা শুরু করে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের দিকে। কিন্তু রওনা দেওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই ফেরিটি সাগরে ডুবে যায় বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (BASARNAS)।

ফেরিটিতে ছিল ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু এবং ২২টি যানবাহন। যানবাহনের মধ্যে ১৪টি ছিল বড় আকারের ট্রাক। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান।

এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের অনেকেই ঢেউয়ের মধ্যে অনেকক্ষণ ধরে ভেসে থাকায় শারীরিকভাবে দুর্বল ও অচেতন হয়ে পড়েন।

বানিউয়াঙ্গি জেলার পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানান, “২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ৪৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।”

জাতীয় উদ্ধার সংস্থা জানিয়েছে, সমুদ্রপথে ফেরি চলাচলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি, নিখোঁজদের সন্ধানে নৌ ও আকাশপথে তল্লাশি অব্যাহত রয়েছে।

এই দুর্ঘটনা আবারও ইন্দোনেশিয়ার সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিকূল আবহাওয়া ও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই এমন দুর্ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button