আমেরিকা

যুদ্ধ নয়, শান্তির পথে ভারত-পাকিস্তান! ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে ঐতিহাসিক সম্মতি

কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতির পর ট্রাম্পের হস্তক্ষেপে একসঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান

এবিএনএ:  ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা অবশেষে শান্তির পথে মোড় নিয়েছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তাঁর মধ্যস্থতায় দুই দেশ সম্পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলেই বিবেচনা করা হচ্ছে।

ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম ‘ট্রুথ’-লেখেন, “একটি দীর্ঘ আলোচনার পর ভারত পাকিস্তান তাদের সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করতে রাজি হয়েছে। এই সিদ্ধান্তে পৌঁছাতে তাদের বিচক্ষণতা বুদ্ধিমত্তা প্রশংসনীয়।”

এই ঘোষণা শুধু ট্রাম্পের মুখেই সীমাবদ্ধ থাকেনি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেন, “আমরা শান্তির জন্য প্রতিনিয়ত কাজ করেছি। এবারও শান্তিপূর্ণ সমাধান চেয়েছি, তবে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন।”

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, “উভয় দেশ সম্মত হয়েছে যে স্থল, আকাশ সমুদ্রে কোনো ধরনের সামরিক পদক্ষেপ কিংবা গুলিবর্ষণ আর হবে না। যুদ্ধবিরতি আজ বিকেল ৫টা থেকে কার্যকর হয়েছে।”

এই শান্তিচুক্তি আসে এমন এক সময়ে, যখন কাশ্মীর অঞ্চল ছিল চরম উত্তেজনায়। ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। সেই ঘটনার পর ভারত পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার জবাবে পাকিস্তানও ভারতের বিভিন্ন স্থানে পাল্টা আক্রমণ চালায়। দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আন্তর্জাতিক উদ্বেগও তীব্রভাবে বাড়ছিল।

তবে এবার ট্রাম্পের তৎপরতায় অবশেষে দুই প্রতিবেশী দেশ এক টেবিলে বসে যুদ্ধ নয়, শান্তির পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি বাস্তবায়ন হলে উপমহাদেশে স্থিতিশীলতা ফিরতে পারে এবং ভবিষ্যতের সংঘাত প্রতিরোধে একটি কার্যকর ভিত্তি তৈরি হবে।

Share this content:

Back to top button