আন্তর্জাতিক

ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি আজ শনিবার ভারতীয় সময় বিকাল ৫টা থেকে কার্যকর

ভারতের পররাষ্ট্র সচিব জানালেন, দুই দেশের মধ্যে অস্ত্রবিরতির সিদ্ধান্ত আজ বিকাল ৫টা থেকে কার্যকর হয়েছে; সোমবার আবার হবে আলোচনা

এবিএনএ:   ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত উত্তেজনার অবসান ঘটাতে আজ শনিবার বিকেল ৫টা থেকে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, “আজ বিকেল ৫টা থেকে ভারতীয় সেনাবাহিনী স্থল, আকাশ সমুদ্রপথে পাকিস্তানের দিকে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রেখেছে। এই সিদ্ধান্ত দুই দেশের সম্মতিতেই নেওয়া হয়েছে।”

পররাষ্ট্র সচিব আরও জানান, শনিবার ভারতীয় সময় দুপুর ৩টা ৩৫ মিনিটে পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স (DGMO) ভারতীয় DGM0-কে ফোন করেন। আলোচনায় দুই পক্ষ সিদ্ধান্তে আসে, বিকাল ৫টা থেকে উভয় দেশের সেনাবাহিনী গুলি, গোলা বর্ষণ এবং অন্যান্য সামরিক কার্যক্রম থেকে বিরত থাকবে।

দুই দেশের সামরিক বাহিনীকে এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। শুধু তাই নয়, দুই দেশের ডিজিএমও পরবর্তী আলোচনা সোমবার দুপুর ১২টায় করবেন বলেও নিশ্চিত করেন বিক্রম মিশ্রি।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত ইতিবাচক। ভারত পাকিস্তানের এই পদক্ষেপ ভবিষ্যতের শান্তি আলোচনার পথকে সুগম করবে বলে আশা করা হচ্ছে।

Share this content:

Back to top button