আন্তর্জাতিক

লাহোর হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন ইমরান খান!

৯ মে সহিংসতার মামলায় জামিন না পাওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ

এবিএনএ:  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সালের ৯ মে সংঘটিত সহিংসতার মামলায় জামিন না পাওয়ায় লাহোর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন।

রবিবার দেশটির সর্বোচ্চ আদালতে জমা দেওয়া আপিল আবেদনে বলা হয়, সরকার পক্ষ ইমরান খানকে ৯ মে’র দাঙ্গার সঙ্গে জড়াতে তিনবার তিন রকম বর্ণনা দিয়েছে, যা বিভিন্ন আদালতে আগেই খারিজ হয়েছে।

ইমরানের প্রধান আইনজীবী সালমান সাফদার জানান, প্রথমে দাবি করা হয়, ৭ মে জামান পার্কে এক পুলিশ কর্মকর্তা ষড়যন্ত্রের আলাপ শুনেছেন। পরে বলা হয়, ৪ মে রেস্ট হাউস এলাকায় আরেক কর্মকর্তা কিছু শুনেছেন। এরপর অভিযোগ করা হয়, ইমরান মিডিয়ার মাধ্যমে উসকানি দিয়েছেন। তবে প্রতিটি বক্তব্যই আদালত ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও জানান, এই মামলায় একই ধরনের অভিযোগে থাকা ইমরানের স্ত্রী বুশরা বিবি ও পিটিআই নেতা এজাজ চৌধুরী ইতোমধ্যেই জামিন পেয়েছেন। অথচ ইমরানের জামিন বারবার নাকচ করা হচ্ছে।

অন্যদিকে, ইমরান খানের বোন আলিমা খান অভিযোগ করেন, আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ মামলার কাগজপত্র আটকে রাখায় পিটিশন দাখিলে বাধা সৃষ্টি হচ্ছে।

সুপ্রিম কোর্টে নতুন করে দাখিল করা এই আপিলে দাবি করা হয়েছে, গত দুই বছর ধরে ইমরান খান ‘অভূতপূর্ব রাজনৈতিক প্রতিহিংসার শিকার’ হয়ে কারাবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে দফায় দফায় মামলা দায়ের করে তাকে চুপ করিয়ে রাখার চেষ্টা করছে ক্ষমতাসীন মহল।

ইমরান খানের এই আইনি লড়াই পাকিস্তানের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button