খেলাধুলা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের চমক: মুস্তাফিজের দুর্দান্ত অগ্রগতি, তামিম-জাকেরের বড় লাফ

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে টপ-১০ এ মুস্তাফিজ, ব্যাটিংয়েও নজর কাড়লেন তানজিদ, জাকের ও ইমন

এবিএনএ:  পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে মন জয় করেছিল বাংলাদেশ দল। এবার সেই সাফল্যের পুরস্কার মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে। উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে টাইগারদের পারফরমারদের মধ্যে।

সবচেয়ে বড় আলোড়ন তুলেছেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে তিনি ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন বোলারদের র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে নবম স্থানে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে মাত্র ৭ রান গড়ে ৩ উইকেট শিকার করে তিনি দলের জয়ে বড় অবদান রেখেছেন।

বাকি বোলাররাও পিছিয়ে নেই। শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে। দ্বিতীয় ম্যাচে ২৫ রানে ২ উইকেট নিয়ে জয়ের নায়ক ছিলেন তিনি। একইভাবে তানজিম সাকিবও ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে জায়গা করে নিয়েছেন, যেখানে আছেন ভারতের কুলদীপ যাদবও।

তাসকিন আহমেদ ১ ধাপ এগিয়ে ২৭তম স্থানে অবস্থান করছেন, শরিফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৪৩ নম্বরে। রিশাদ হোসেন যদিও ৩ ধাপ পিছিয়ে গেছেন, তবুও তিনি রয়েছেন ২০তম স্থানে। হাসান মাহমুদ নেমে এসেছেন ৪০ নম্বরে।

ব্যাটিং বিভাগেও এসেছে ইতিবাচক খবর। তানজিদ হাসান তামিম ১৮ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৩৭ নম্বরে, জাকের আলী ১৭ ধাপ অগ্রগতি দেখিয়ে এখন ৫৩ নম্বরে, আর পারভেজ হোসেন ইমন ২২ ধাপ লাফিয়ে উঠেছেন ৬৩ নম্বরে।

তাওহিদ হৃদয়ও দুই ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯ নম্বরে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে। যদিও লিটন দাস এক ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে নেমে গেছেন এবং স্কোয়াডে না থাকা নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ পিছিয়ে ৭৩ নম্বরে রয়েছেন।

বাংলাদেশ দলের এই অগ্রগতি প্রমাণ করে, তরুণ ও অভিজ্ঞদের সম্মিলিত পারফরম্যান্স আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button