স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, জেনে নিন কোনদিন কোন পরীক্ষা
বিমান দুর্ঘটনার কারণে পিছিয়ে যাওয়া চার দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করল শিক্ষা বোর্ড


এবিএনএ: সম্প্রতি রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে একটি বিমান বিধ্বস্তের ঘটনার জেরে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বুধবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য মোট চার দিনের স্থগিত পরীক্ষার নতুন সময় নির্ধারণ করে ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, ২২ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ আগস্ট, আর ২৪ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১৯ আগস্ট।
এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ আগস্ট এবং গোপালগঞ্জ অঞ্চলের ১৭ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট।
শিক্ষা বোর্ড জানিয়েছে, এই পরিবর্তিত সময়সূচি শিক্ষার্থীদের সুবিধার্থে যথাসময়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট বোর্ডগুলোর ওয়েবসাইট ও শিক্ষা প্রতিষ্ঠানে সময়সূচি পাঠানো হয়েছে।
পরীক্ষার্থীদের সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং যাদের পূর্বের পরীক্ষার দিনসূচি পরিবর্তনের কারণে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তাদের এখন থেকে নতুন সময়সূচি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ পরিস্থিতির কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলেও প্রশ্নপত্রের ধরন বা মান একই থাকবে।