তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস, সারাদেশেই হতে পারে বৃষ্টি
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, অন্যান্য বিভাগেও চলবে বৃষ্টি


এবিএনএ: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েক দিনে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
বুধবার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বহু এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশালের দু’এক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
আগামী শুক্রবার থেকে রোববার পর্যন্ত একই ধারা অব্যাহত থাকবে। এসব দিনে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা খুব বেশি পরিবর্তিত হবে না, কেবল শুক্রবার দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে।
রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টিপাত বাড়বে। এ সময় বরিশাল ও খুলনা বিভাগের কিছু এলাকাও বৃষ্টির আওতায় আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিনের শুরুতে সারাদেশেই বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পাবে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক জনজীবন ও পরিবহন ব্যবস্থায় প্রভাব পড়তে পারে।