চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে, অন্যত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে।


এবিএনএ: দেশের চারটি বিভাগে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, উত্তর বঙ্গোপসাগর ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। বর্তমানে এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে সরে গেছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরেকটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকার কিছু এলাকায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। কোথাও কোথাও মাঝারি ভারী বর্ষণও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এ ছাড়া বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের আটটি বিভাগেই কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।