বিনোদন

উত্তরার বিমান দুর্ঘটনায় শোকাহত হানিফ সংকেত, রক্তদানের আহ্বান জানালেন

উত্তরার মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ ও রক্তদানের আবেদন জানিয়েছেন হানিফ সংকেত

এবিএনএ:  রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গোটা দেশ শোকে স্তব্ধ। সোমবার রাত পর্যন্ত এই ভয়াবহ দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু এবং ১৫০ জনের বেশি আহত হওয়ার খবর জানিয়েছে আইএসপিআর ও ফায়ার সার্ভিস।

এই হৃদয়বিদারক ঘটনার পরপরই দেশের বরেণ্য উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত সামাজিক মাধ্যমে একটি আবেগঘন শোক বার্তা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন,

“আমি বাকরুদ্ধ, ভীষণভাবে শোকাহত। এতগুলো শিশুর প্রাণহানি মেনে নেওয়া কষ্টকর। আল্লাহ যেন নিহতদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।”

তিনি আরও বলেন,

“আহত কোমলমতি শিক্ষার্থীরা দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসুক, এই দোয়া করছি। সবাইকে অনুরোধ করছি—রক্তদানে এগিয়ে আসুন এবং চিকিৎসাকেন্দ্রে অযথা ভিড় না করে সেবাদানে সহায়তা করুন।”

এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন আরও অনেক সাংস্কৃতিক অঙ্গনের তারকা। ফেসবুকে শোক প্রকাশ করেন শাকিব খান, ডিপজল, জয়া আহসান, অপু বিশ্বাস, মেহজাবীন, সিয়াম আহমেদ, ইমন, তাসনিয়া ফারিণ, আসিফ আকবর, ইমরান মাহমুদুল, কোনাল, কনা, পড়শীসহ অনেকেই।

দেশজুড়ে চলমান শোকাবহ পরিস্থিতিতে সাধারণ মানুষকেও আহ্বান জানানো হচ্ছে দায়িত্বশীল আচরণের জন্য, বিশেষ করে হাসপাতালে রক্তদানে ও সাহায্যে অংশ নিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button