গুগল পিক্সেল-১০ বাজারে আসছে, চমকপ্রদ ফিচার ও দাম নিয়ে হৈচৈ
নিউ ইয়র্কে উন্মোচিত হচ্ছে গুগল পিক্সেল-১০ সিরিজ, থাকছে নতুন টেনসর জি-৫ চিপসেট ও উন্নত ক্যামেরা প্রযুক্তি


এবিএনএ: প্রযুক্তি জায়ান্ট গুগল অবশেষে উন্মোচন করতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত স্মার্টফোন সিরিজ পিক্সেল-১০। বুধবার নিউ ইয়র্কে ‘মেড বাই গুগল’ ইভেন্টে আনুষ্ঠানিকভাবে ফোনটি গ্রাহকদের সামনে হাজির করবে প্রতিষ্ঠানটি। ভারতের বাজারে ফোনটি পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে।
গুগলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান। এরই মধ্যে প্রযুক্তি ভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পিক্সেল-১০ ছাড়াও এ বছর বাজারে আসতে পারে আরও তিনটি ভ্যারিয়েন্ট—পিক্সেল-১০ প্রো, পিক্সেল-১০ প্রো এক্সএল এবং পিক্সেল-১০ প্রো ফোল্ড।
সব মডেলেই থাকছে গুগলের নতুন টেনসর জি-৫ চিপসেট, সঙ্গে উন্নত ইমেজ সিগন্যাল প্রসেসর (আইএসপি)। এতে ছবি ও ভিডিওর মান আগের চেয়ে আরও নিখুঁত হবে বলে ধারণা করা হচ্ছে।
ক্যামেরা প্রযুক্তিতেই মূল আকর্ষণ। জানা গেছে, পিক্সেল-১০ ও প্রো ফোল্ড মডেলে ব্যবহার করা হবে আল্ট্রা ওয়াইড সেন্সর এবং উন্নত টেলিফটো পেরিস্কোপ লেন্স। চারটি মডেলই সমর্থন করবে সর্বশেষ কিউআই-২ ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং।
রঙের ভিন্নতা নিয়েও এসেছে নতুনত্ব। পিক্সেল-১০ পাওয়া যাবে রয়াল ব্লু, হলুদ, হালকা বেগুনি ও গাঢ় ধূসর রঙে।
দামের ক্ষেত্রে ভারতীয় বাজারে অনুমান করা হচ্ছে ৭৫ হাজার থেকে ৮০ হাজার রুপির মধ্যে। আর যুক্তরাষ্ট্রে ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৭৯৯ ডলার এবং ২৫৬ জিবির দাম ৮৯৯ ডলার।
👉 নতুন ডিজাইন, শক্তিশালী প্রসেসর এবং উন্নত ক্যামেরা ফিচার নিয়ে পিক্সেল-১০ নিঃসন্দেহে স্মার্টফোন বাজারে বড়সড় প্রতিযোগিতা তৈরি করবে।