গাজায় ফের ভয়াবহ ইসরায়েলি হামলা, একদিনে নিহত আরও ৬০ ফিলিস্তিনি
গাজায় ক্রমবর্ধমান প্রাণহানি ছাড়াল ৬২ হাজার, উদ্ধারকাজ ব্যাহত; মানবিক সহায়তা নিতে গিয়েও নিহত হচ্ছেন সাধারণ মানুষ


এবিএনএ: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজার মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে প্রায় ৬২ হাজার ১০০ জনে।
বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৯ আগস্ট) প্রকাশিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়, একদিনে নিহতদের পাশাপাশি আহত হয়েছেন আরও ৩৪৩ জন। ফলে এখন পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৬ হাজার ৫৭৩ জনে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একদিনে অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন তিনজন, যার মধ্যে শিশুও রয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৬ জনে, এর মধ্যে ১১২ জন শিশু।
মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ফিলিস্তিনিদের ওপরও ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের হামলায় নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন ১৯৭ জন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত খাদ্য ও সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন প্রায় ২ হাজার মানুষ এবং আহত হয়েছেন প্রায় ১৫ হাজার।
অন্যদিকে, টানা বোমা বর্ষণের কারণে গাজার উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে থাকা অনেক লাশ এখনো উদ্ধার সম্ভব হয়নি।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর থেকে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে আন্তর্জাতিক বিচার আদালতে।