ফেব্রুয়ারির নির্বাচনে রক্তের ঋণ ফেরত দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনের হুঁশিয়ারি—সংস্কার ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হলে শহীদের রক্তের হিসাব চাওয়া হবে সরকারের কাছে


এবিএনএ: আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণাকে কঠোরভাবে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার বক্তব্যে স্পষ্ট হুঁশিয়ারি—যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়, তাহলে শহীদদের আত্মত্যাগের হিসাব সরকারকে কবর থেকে ফিরিয়ে দিতে হবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জাতীয় যুব সম্মেলন ২০২৫–এ তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এ আয়োজন করে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি।
নাসীরুদ্দীন বলেন, “আমার ভাইদের যারা প্রাণ দিয়েছেন রাষ্ট্র সংস্কারের জন্য, যারা হাত-পা হারিয়েছেন, তাদের ত্যাগ যদি বৃথা যায়, তাহলে সেই জীবন ও অঙ্গপ্রত্যঙ্গ সরকারকে ফেরত দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, তার সন্তান ফিরিয়ে দিতে হবে।”
রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থান পরবর্তী সময়ের ন্যায়বিচার নিশ্চিত না করে নির্বাচনে যাওয়ার সমালোচনা করে তিনি প্রশ্ন করেন, “একই ফ্যাসিবাদী সংবিধান ও পুরনো রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নির্বাচনের কী প্রয়োজন? এত শহীদ ও আহত হওয়ার প্রয়োজনই বা কেন?”
গণমাধ্যমকে আক্রমণ করে তিনি বলেন, আগে ছিল ‘হাসিনামাধ্যম’, এখন কী মাধ্যমে রূপান্তরিত হয়েছে বলা যায় না, কারণ সত্য বললে চাকরি হারাতে হবে। অভ্যুত্থানের পর মিডিয়া সম্পাদকদের উদ্দেশে তিনি বলেছিলেন, “আপনারা যা করেছেন, তা লজ্জাজনক। লজ্জা থাকলে ঘরের বাইরে বের হবেন না।”
ডিজিএফআই ও আয়নাঘর কার্যক্রমের বিরোধিতা করে তিনি হুঁশিয়ার করেন, “ডিজিএফআই জনগণের টাকায় চলে, কিন্তু নেই কোনো জবাবদিহিতা। মানুষকে ভয় দেখানোই যেন তাদের মূল কাজ। আমরা আয়নাঘর ভেঙে দিয়েছি, প্রয়োজনে ডিজিএফআইয়ের সদর দফতরও ভেঙে দেব। বাংলাদেশে ডিজিএফআই থাকতে হলে অবশ্যই সংস্কার প্রয়োজন।”
সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।