ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হলো এফ-৩৫ যুদ্ধবিমান, পাইলট অলৌকিকভাবে রক্ষা পেলেন
Sub-Title: যুক্তরাষ্ট্রের লেমুর নেভাল স্টেশনের কাছে দুর্ঘটনার শিকার হয় এফ-৩৫ যুদ্ধবিমান, নিরাপদে বেরিয়ে আসেন পাইলট


এবিএনএ: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছাকাছি এই দুর্ঘটনাটি ঘটে। তবে প্রশিক্ষণ চলাকালে ঘটে যাওয়া এই ঘটনায় বিমানের পাইলট সময়মতো ইজেক্ট করে প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
নেভাল এয়ার স্টেশন লেমুর এক বিবৃতিতে জানায়, “পাইলট সফলভাবে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। এছাড়া দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি।”
যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই তাতে আগুন ধরে যায় বলে স্থানীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মার্কিন নৌ কর্তৃপক্ষ।
বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তারা অফিস সময়ের বাইরে থাকায় যোগাযোগ সম্ভব হয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, এফ-৩৫ যুদ্ধবিমানকে মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে উন্নত ও ব্যয়বহুল বিমান হিসেবে ধরা হয়। এর প্রতিটি ইউনিটে অত্যাধুনিক প্রযুক্তি ও চতুর্থ প্রজন্মের স্টেলথ ফিচার যুক্ত আছে।
বিধ্বস্ত হওয়া এই এফ-৩৫ বিমানটি কোন মডেলের ছিল বা তার মিশনের ধরন কী ছিল, তা এখনো প্রকাশ করা হয়নি।