“সিঙ্গল মাদার” নই, সন্তানদের অভিভাবক আমরা দুজনেই: স্পষ্ট বক্তব্য এশা দেওলের
এশা দেওলের স্পষ্ট বার্তা— বিচ্ছেদ সত্ত্বেও সন্তানদের অভিভাবকত্বে কোনও আপস নেই

এবিএনএ: বলিউড অভিনেত্রী ও হেমা মালিনী-কন্যা এশা দেওল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন এবং মাতৃত্ব সম্পর্কে স্পষ্ট বক্তব্য তুলে ধরেছেন। অভিনেত্রী জানান, স্বামী ভরত তখতানির সঙ্গে বিচ্ছেদ হলেও তিনি নিজেকে ‘সিঙ্গল মাদার’ হিসেবে মনে করেন না।
২০১২ সালে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এশা। তাদের দুই কন্যা সন্তান রয়েছে, রাধ্যা ও মিরা। দীর্ঘদিনের সম্পর্ক শেষ হয় গত বছর, এবং তারা যৌথভাবে একটি বিবৃতিতে বিচ্ছেদের কথা ঘোষণা করেন।
সম্প্রতি একটি মিডিয়া ইভেন্টে “সিঙ্গল মাদার” শব্দটি উল্লেখ করে সাংবাদিকের প্রশ্নে এশা সরাসরি জানান, ‘‘আমি নিজেকে কখনই একক মা বলে ভাবি না। আর আমার প্রাক্তন সঙ্গীকেও তেমন ভাবতে দিই না। আমরা একসাথে না থাকলেও মা-বাবা হিসেবে আমাদের দায়িত্বে কোনও ঘাটতি নেই।’’
এশা আরও বলেন, ‘‘সম্পর্ক ভেঙে গেলেও আমাদের সন্তানদের প্রতি ভালোবাসা ও কর্তব্য একই রকম রয়েছে। জীবন যেমনই হোক, মা-বাবা হিসেবে আমরা পাশে আছি সবসময়।’’
প্রথমদিকে ডিভোর্স নিয়ে মুখ খুলতে চাননি তারা। কিন্তু ‘গদর ২’-এর সাকসেস পার্টির পর থেকেই গুঞ্জন শুরু হয় এবং ধীরে ধীরে প্রকাশ্যে আসে তাদের সম্পর্কের অবনতি।
দিল্লি টাইমসকে দেওয়া এক বিবৃতিতে এশা ও ভরত বলেন, ‘‘আমরা যৌথ সিদ্ধান্তে আলাদা হয়েছি। এই সিদ্ধান্তের পেছনে আমাদের দুই সন্তানের ভবিষ্যৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় ছিল।’’
তাদের এই সিদ্ধান্ত এখন বলিউডে সহঅভিভাবকত্বের ইতিবাচক উদাহরণ হয়ে উঠেছে।
Share this content: