মনোনয়ন ফিরে পেতে শেষ দৌড়: চার দিনে ইসিতে জমা পড়ল ৪৬৯ আপিল, শুক্রবার শেষ হচ্ছে আবেদন
শনিবার থেকে আপিল শুনানি শুরু করবে নির্বাচন কমিশন, প্রতিদিন নিষ্পত্তি হবে ৭০টি আবেদন


এবিএনএ: রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারা প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করছেন। গত চার দিনে কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে ইসি সূত্র।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপিল আবেদনের শেষ সময় শুক্রবার। নির্ধারিত সময় শেষ হওয়ার পর শনিবার থেকেই আপিলের শুনানি কার্যক্রম শুরু হবে।
কমিশন সূত্রের তথ্য অনুযায়ী, শুনানিকালে প্রতিদিন গড়ে ৭০টি করে আপিল নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ইসিতে দায়ের করা সব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দিনে ৪২টি, দ্বিতীয় দিনে ১২২টি, তৃতীয় দিনে ১৩১টি এবং চতুর্থ দিনে বৃহস্পতিবার সর্বোচ্চ ১৭৪টি আপিল আবেদন জমা পড়ে। শেষ দিনে আরও আবেদন জমা পড়তে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।
ইসি কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সব আপিল শুনানি সম্পন্ন করে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে নির্বাচনী কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী এগিয়ে নেওয়া যায়।




