এবিএনএ: রাজধানী ঢাকায় আগামীকাল রবিবার (৩ আগস্ট) একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে পরীক্ষার্থীসহ নগরবাসীকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বড় ধরনের জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ওই এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
কোন কোন কর্মসূচি রয়েছে কাল:
দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগ মোড়ে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ করবে।
বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শহীদ মিনারে জনসমাবেশ আয়োজন করবে।
পাশাপাশি ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজন করছে ‘জুলাই জাগরণ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব, যা সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
এছাড়া রোববার রাজধানীতে এইচএসসি ও সমমান পরীক্ষা, এবং বিসিএস পরীক্ষাও রয়েছে। ফলে ডিএমপি পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগে ঘর থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছে।
যানজট এড়াতে যেসব সড়ক পরিহার করবেন:
➡️ শাহবাগ মোড়
➡️ কাটাবন মোড়
➡️ মৎস্য ভবন মোড়
➡️ টিএসসি/রাজু ভাস্কর্য এলাকা
➡️ শহীদ মিনার ও সংলগ্ন রাস্তা
➡️ সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ
প্রস্তাবিত বিকল্প রুট সমূহ:
✅ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে যানবাহন হেয়ার রোড বা মিন্টু রোড ব্যবহার করতে বলা হয়েছে।
✅ কাটাবন এলাকা থেকে শাহবাগের দিকে না গিয়ে যানবাহনকে নীলক্ষেত, পলাশী বা হাতিরপুলের রাস্তায় চলাচল করতে অনুরোধ করা হয়েছে।
✅ হাইকোর্ট হয়ে আসা গাড়ি শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী ব্যবহার করতে পারে।
✅ কাকরাইল থেকে শহীদ মিনার অভিমুখে যাওয়া যানবাহনকে গুলিস্তান বা ঢাবির দিকে ডাইভার্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
✅ নীলক্ষেত বা দোয়েল চত্বর থেকে শাহবাগমুখী যাত্রার পরিবর্তে সেসব এলাকাতেই ঘুরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, চলাচল সীমিত থাকলেও পরীক্ষার্থীদের যেন কোনো সমস্যা না হয়, সেজন্য সবার সহযোগিতা কামনা করা হচ্ছে। শহরবাসীকে কিছু সময়ের জন্য ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.