
এবিএনএ: রাজধানী ঢাকাজুড়ে গত শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত তিনটি স্থানে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব বিস্ফোরণের মধ্যে একজন পথচারী আহত হয়েছেন। একই রাতে হাজারীবাগ এলাকায় একটি পার্কিং করা বাসেও অগ্নিসংযোগ করে পালিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস জানায়, মধ্যরাতে হাজারীবাগ বেগম ফজিলাতুন্নেছা স্কুলের সামনে রাখা একটি বাসে হঠাৎ আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তি বা দল। দ্রুত আগুন নেভানো হলেও বাসটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এর কিছুক্ষণ আগে রাত ৮টা ২০ মিনিটে আগারগাঁওয়ের এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ভবনের সামনে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, ঘটনার পরপরই পুলিশ এলাকায় অভিযান চালায় এবং দায়ীদের শনাক্তে কাজ চলছে।
শনিবার রাত ১১টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের কাছেও আরেকটি ককটেল বিস্ফোরণ হয়। যদিও সেখানে কোনো হতাহতের খবর নেই।
রোববার সকাল ৮টার দিকে মগবাজারের নিউ ইস্কাটনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ফ্লাইওভার থেকে কেউ বিস্ফোরকটি নিক্ষেপ করেছে। এতে আব্দুর বাসির নামে এক ব্যক্তি আহত হন বলে নিশ্চিত করেছেন রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম।
বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাগুলোতে নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। পুলিশ বলছে, সবগুলো ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.