এবিএনএ: রাজধানী ঢাকায় রবিবার (৩ আগস্ট) সকালে দেখা যায় অসহনীয় যানজট। একদিকে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি, অন্যদিকে এইচএসসি ও বিসিএস পরীক্ষা—সব মিলিয়ে রাজধানীর সড়কগুলো হয়ে পড়ে প্রায় অচল।
সকালে ছাত্রদলের উদ্যোগে শাহবাগে 'ছাত্র সমাবেশ' এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র’ জনসমাবেশ অনুষ্ঠিত হওয়ায় এসব এলাকায় জনস্রোত ও গাড়ির চাপ বেড়ে যায়। একই সঙ্গে সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় কর্মজীবী মানুষের যাতায়াত এবং শিক্ষার্থীদের পরীক্ষার কারণে রাস্তায় তৈরি হয় তীব্র যানজট।
শাহবাগ, টেকনিক্যাল মোড়, ফার্মগেট, শ্যামলী, কাকরাইল, সোনারগাঁও রোডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে ছিল দীর্ঘ লাইনে স্থবির যানবাহন। অনেক যাত্রী বাসে উঠতে পারেননি, সিএনজিচালকরাও ভাড়া নিতে রাজি হননি।
টেকনিক্যাল মোড়ের এক যাত্রী রাহাত চৌধুরী বলেন, “বাসে ওঠার জায়গা নেই, আবার উঠলেও কখন গন্তব্যে পৌঁছাব—তার কোনো ঠিক নেই।” অপরদিকে সিএনজিচালক আলামিন জানান, “শুধু টেকনিক্যাল থেকে শ্যামলী পর্যন্ত যেতে লাগছে প্রায় ৩৫ মিনিট, যেখানে সাধারণত ১০ মিনিটও লাগে না।”
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীতে একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির কারণে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে।
১. হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: শাহবাগে না গিয়ে হেয়ার রোড/মিন্টু রোড
২. কাটাবন থেকে: নীলক্ষেত/পলাশী বা বাংলামোটর লিংক রোড
৩. মৎস্য ভবন ও হাইকোর্ট থেকে: হেয়ার রোড হয়ে ঢাবি বা কাকরাইল
৪. টিএসসি, দোয়েল চত্বর, নীলক্ষেত: শাহবাগ এড়িয়ে চলাচল
৫. শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রাস্তাগুলো: এড়িয়ে চলার অনুরোধ
ডিএমপি আরও জানায়, এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে রওনা হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, “নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ডাইভারশনও দেওয়া হয়েছে।”
রাজধানীর যানজট পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের সতর্কতা থাকলেও পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীরা দিনের শুরুতেই দুর্ভোগের শিকার হন। রাজনৈতিক কর্মসূচি ও পরীক্ষার সময় একযোগে পড়লে ট্রাফিক ব্যবস্থাপনায় আরও সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.