রাজনীতি

রাজধানীতে আ’লীগের ঝটিকা মিছিল ভেস্তে দিল পুলিশ, গ্রেপ্তার ২৪৪ নেতা-কর্মী

তেজগাঁও, ফার্মগেট ও গুলশানে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক আ’লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক কর্মী

এবিএনএ: রাজধানীতে ঝটিকা মিছিল করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৪৪ জন নেতা-কর্মী। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তেজগাঁও, ফার্মগেট ও গুলশান এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করে পুলিশ।

সকালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে হঠাৎ করেই ছোট ছোট দলে ভাগ হয়ে ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা ছত্রভঙ্গ করে দেয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবারের অভিযানে মোট ২৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, চলমান অভিযানে এখন পর্যন্ত ঝটিকা মিছিলে অংশ নেওয়া আনুমানিক সাড়ে পাঁচশরও বেশি কর্মীকে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button