মুরাসের কাছে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় নিল ঢাকা আবাহনী
ঢাকা জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ মারুফুল হকের দলের, আতায় ঝুমাশেভের জোড়া গোলে জয় মুরাস ইউনাইটেডের


এবিএনএ: এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে ঘরের মাঠে জয় পেতে ব্যর্থ হয়েছে ঢাকা আবাহনী। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে মারুফুল হকের দলকে।
প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় মুরাস, তবে ওলে মারচুকের শট পোস্টের বাইরে চলে যায়। এরপর ১০ ও ১২ মিনিটে মিতুল মারমা দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন। আবাহনীও পাল্টা আক্রমণ চালায়—১৩ মিনিটে শাকিল হোসেন, ১৮ মিনিটে সুলেমান দিয়াবাতে এবং ৩০ মিনিটে ইব্রাহিম গোলের ভালো সুযোগ মিস করেন। ফলে বিরতিতে গোলশূন্য সমতা নিয়েই যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বিপদে পড়ে আবাহনী। ৪৮ মিনিটে বাঁ দিক থেকে বাতসুলার ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন আতায় ঝুমাশেভ, যখন আবাহনীর রক্ষণভাগ ছিল অসংগঠিত। গোল খাওয়ার পর সমতায় ফেরার চেষ্টা করলেও মুরাসের গোলরক্ষক ওরেস কোস্তিক এবং ডিফেন্ডারদের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয় শাকিল, দিয়াবাতে ও ইব্রাহিম।
শেষ মুহূর্তে আক্রমণ বাড়াতে গিয়ে উল্টো বিপদে পড়ে আবাহনী। ৯০তম মিনিটে ডান দিক দিয়ে ঢুকে জোড়া গোল সম্পূর্ণ করেন আতায় ঝুমাশেভ। শক্তিশালী শট ঠেকাতে ব্যর্থ হন মিতুল মারমা।
পুরো ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করেও গোলের অভাবই হারের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। সমর্থকদের সামনে হারের তিক্ত স্বাদ নিয়ে এবারের মতো বিদায় নিতে হয় ঢাকা আবাহনীকে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে।