ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৬৩৬ রোগী
চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু ১৫৫, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৮ হাজার ৫০০; হাসপাতালগুলোতে ভর্তির চাপ বাড়ছে


এবিএনএ: দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) প্রাণঘাতী এ রোগে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন রোগী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি হিসেবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫-এ। আর এ বছর দেশে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫২৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ ও ঢাকা উত্তর সিটিতে ২ জন করে এবং ঢাকা দক্ষিণ সিটিতে আরও একজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৮৪৪ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯৮ জন। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের হার কমলেও মৃত্যু ঠেকাতে দ্রুত শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা অত্যন্ত জরুরি।