রাজনীতি

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের শপথ, ঐতিহাসিক বটতলায় জমকালো আয়োজন

আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে আবিদ-হামিম-মায়েদ পরিষদের প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

এবিএনএ: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় অনুষ্ঠিত হয় এই শপথ অনুষ্ঠান।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদের প্রার্থীরা এ সময় শপথবাক্য পাঠ করেন। একই সঙ্গে বিভিন্ন হল সংসদের ছাত্রদল সমর্থিত প্রার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

এ তথ্য আগেই জানানো হয়েছিল ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীরা ন্যায্যতা ও সততার সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের অঙ্গীকার করবেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। তারা শিক্ষার্থী ও সাংবাদিকদের উদ্দেশ্যে ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button